ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ ২০২৫ | অনলাইন ও ফ্রিল্যান্সিং জব পাওয়ার সম্পূর্ণ গাইড

0

এই ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সটি সম্পূর্ণ করলে আপনি হয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপনাকে আর পেইড কোর্সে ইনরোল করতে হবে না। ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স লেভেলে শেখার জন্য মোট ৭৪টা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। আপনি প্রতিদিন সময় করে শিখতে পারবেন। এটা প্রিমিয়াম পেইড কোর্স, যা শুধুমাত্র শেখার জন্য আপনাদের ফ্রিতে দেওয়া হচ্ছে।

Free Digital Marketing Course in Bangladesh 2025

বর্তমান সময়ে শুধুমাত্র পড়ালেখা করে চাকরি পাওয়া কষ্টকর। পড়াশোনার পাশাপাশি যেকোনো একটা ভালো স্কিল অর্জন করা এখন সময়ের দাবি। এতে করে আপনি পড়ালেখার পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন। দক্ষতা ভালো থাকলে চাকরি করার চাইতেও বেশি ইনকাম করতে পারবেন।

কোনো চাকরিতে এপ্লাই করার সময় আপনার CV-তে আপনি Extra Curriculum Activity হিসেবে আপনার স্কিলগুলো লিখে দিতে পারবেন। যেমন আপনি ছয় মাস কষ্ট করে ডিজিটাল মার্কেটিং শিখেছেন, আপনার সিভিতে আপনি লিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তাহলে অন্যান্যদের তুলনায় আপনাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। শুধু ডিজিটাল মার্কেটিং না, যেকোনো স্কিল শিখতে পারেন।


এই অ্যাডভান্সড কোর্সে আপনি কী কী শিখবেন?

  • ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস
  • কনটেন্ট রাইটিং, কপিরাইটিং, ডিজাইন
  • সেলস ফানেল তৈরি
  • ফেসবুকে অর্গানিক ও পেইড মার্কেটিং
  • গুগল অ্যাডস, ওয়েব এনালিটিক্স ও সার্ভার সাইড ট্র্যাকিং
  • SEO (টেকনিক্যাল ও লোকাল SEO)
  • LinkedIn, পিন্টারেস্ট, ইমেইল ও WhatsApp মার্কেটিং
  • ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ও আউট অফ মার্কেটপ্লেস ক্লায়েন্ট হান্টিং
  • পোর্টফোলিও বিল্ডিং সাপোর্ট

🔗 Best Digital Marketing Course in Bangla: Access Course On Google Drive


ডিজিটাল মার্কেটিং শিখে আয়ের সুযোগ ও জবস

ডিজিটাল মার্কেটিং এর স্কিল শিখে আপনি অনেক ভাবে ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনার নিজের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন। ডিজিটাল মার্কেটিং অনেক বড় সেক্টর। দ্রুত জব পাওয়ার জন্য একটা নির্দিষ্ট টপিক বেছে নেওয়া ভালো।

আপনার ফোকাস করার জন্য সেরা ডিজিটাল মার্কেটিং স্কিল

  • যদি আপনার সোশ্যাল মিডিয়া ভালো লাগে, তাহলে Social Media Marketing ভালোভাবে শেখা উচিত।
  • যদি আপনি লিখতে ভালোবাসেন, তাহলে Content Marketing বা SEO ভালোভাবে শেখা উচিত।
  • যদি আপনি বিজ্ঞাপন চালাতে আগ্রহী হন, তাহলে Google Ads, Facebook Ads, YouTube Ads ভালোভাবে শেখা উচিত।

যেকোনো একটি স্কিলে ফোকাস করে ভালোভাবে দক্ষতা অর্জন করলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (Fiverr, Upwork ইত্যাদি) অথবা লোকাল মার্কেটপ্লেসে ক্লায়েন্ট পাওয়া সহজ হবে।


ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলুন এবং আকর্ষণীয় করে গিগ পাবলিশ করুন। নিয়মিত বেশি বেশি অ্যাক্টিভ থাকুন। এভাবে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট পাবেন। কিন্তু আপনার স্কিল যদি দুর্বল হয়, তাহলে কোনো লাভ নেই। আপনি ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে না পারলে ফ্রিল্যান্সিং করে সফলতা পাবেন না।

তাই আগে ভালো করে শিখুন, নিজেকে সময় দিন। পাঁচ ছয় মাস কষ্ট করুন, দেখবেন সফলতা আসবে। আমি ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা দিয়েছি, সেটা দিয়ে আপনি শুরু করতে পারবেন। আপনার কোনো টাকা খরচ হবে না।

LinkedIn, Facebook page, Instagram সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন। আপনার স্কিল মানুষকে দেখান এবং তাদের ইমপ্রেস করুন। এভাবে আপনি লোকাল মার্কেটপ্লেস থেকেও ক্লায়েন্ট পেয়ে যাবেন। এ বিষয়ে বিস্তারিত এই ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে শিখতে পারবেন।

Freelancing Job Guide and Digital Marketing Tips Bangla

আপনি চাইলে আপনার বন্ধু বা ফ্যামিলি মেম্বারদের সাথে কোর্সটি শেয়ার করতে পারেন। একসাথে একটা টিম বানিয়ে শিখলে মজা পাবেন। সাথে শেখার আগ্রহ অনেক গুণ বাড়বে, কারণ আপনাদের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হবে। তবে টিম মেম্বার নির্বাচন করার ক্ষেত্রে কিছু জিনিস লক্ষ্য রাখবেন। অলস বা শিখতে আগ্রহী না এমন টিম মেম্বারকে শেয়ার করার প্রয়োজন নেই। এরা নিজে তো‌ শিখবে না, বরং আপনাকে ডিমোটিভেট করে দিতে পারে।

ডিজিটাল মার্কেটিং কি? বিস্তারিত জানতে চাইলে এই পোস্টে ভিজিট করুন <


প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

Q. ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কী?

আগামী দিনে আরও বেশি ব্যবসা অনলাইনে আসবে। AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ও ভিডিও মার্কেটিং এর ব্যবহার বাড়বে। AD Expert এবং সোশ্যাল মিডিয়া Expert-দের ডিমান্ড বাড়বে। কারণ প্রত্যেকটা E-commerce প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটার এক্সপার্টের প্রয়োজন‌ হবে। এই সেক্টরে উন্নতি করতে চাইলে এখন থেকে Skillful হতে হবে।

Q. ডিজিটাল মার্কেটিং শিখে সত্যি ইনকাম সম্ভব?

অবশ্যই সম্ভব। যদি আপনি এই বিষয়ে দক্ষ হতে পারেন এবং ক্লায়েন্টকে আপনার কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে পারেন। তাছাড়া আপনাকে বুদ্ধিমান হতে হবে, কারণ এই স্কিলে অনেক কম্পিটিশন। অনেক অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে। তাদের সাথে কম্পিটিশন করে ক্লায়েন্ট হান্টিং করতে হবে।

Q. আপনাদের দেওয়া ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স করে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং শেখা সম্ভব?

অবশ্যই সম্ভব। এটা বাংলাদেশের সেরা ডিজিটাল মার্কেটিং কোর্সগুলোর মধ্যে একটি, যা আপনাদের শেখার জন্য সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default