ডিজিটাল মার্কেটিং কি? সহজ বাংলা ভাষায় বিস্তারিত জানুন
ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া মাধ্যমে পণ্য, সেবা বা ব্র্যান্ডের প্রচার করা। অর্থাৎ, মানুষ যেসব জায়গায় অনলাইনে সময় কাটায় যেমন: ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগল সেখানে আপনার ব্যবসা বা ব্র্যান্ডকে মানুষের সামনে পরিচিত করানো। প্রোডাক্ট বা সেবা ক্রয়ে ক্রেতাকে আকর্ষণ করানো। বর্তমানে ফেসবুকে একটি স্পনসর্ড পোস্টই যথেষ্ট। আপনার ব্র্যান্ডকে মানুষের সামনে পরিচিত করানোর জন্য।
ডিজিটাল মার্কেটিং এ কী কী শেখানো হয়? (টপিক অনুসারে)
1. Digital Marketing Basics
শুরুতে ডিজিটাল মার্কেটিং এর মূল বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
2. Social Media Marketing (SMM)
ডিজিটাল মার্কেটিং এর এই অংশে শেখানো হয় কিভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হয়। যেমন: পেইজ বা প্রোফাইল গ্রো করানো। কনটেন্ট বানানোর স্ট্র্যাটেজি। পেইড বিজ্ঞাপন, ফেইসবুক এড, ইউটিউব এড ইত্যাদি। এই স্কিল গুলো শিখে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে পারেন। অথবা ক্লায়েন্টের পেইজ ম্যানেজ করতে পারবেন।
3. Search Engine Optimization (SEO)
ডিজিটাল মার্কেটিং এর এই অংশে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখানো হয়। এই স্কিল শিখে আপনি SEO এক্সপার্ট বা ফ্রিল্যান্সার হতে পারবেন। গুগলে কিভাবে ওয়েবসাইট র্যাঙ্ক করাতে হয়। কীওয়ার্ড রিসার্চ করা। অন-পেজ SEO ও অফ-পেজ SEO। ব্যাকলিঙ্ক তৈরি করা। গুগল সার্চ কনসোল ও অ্যানালিটিক্স এর ব্যবহার।
4. Google Ads (Search Engine Marketing)
যাদের ব্যবসা বা ব্র্যান্ড আছে, তাদের জন্য ডিজিটাল মার্কেটিং এর এই স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ। এই অংশে শেখানো হয় গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি। কীভাবে টার্গেটেড অডিয়েন্সে বিজ্ঞাপন দেখানো যায়। বাজেট সেটআপ ও CPC অপটিমাইজ করা।
5. Content Marketing
মানুষ আকৃষ্ট হয়, এরকম কনটেন্ট কীভাবে তৈরি করতে হয় তা শেখানো হয়। কনটেন্ট মার্কেটিং এর মাধ্যমে ব্র্যান্ড বিল্ডিং এবং কনভারশন বাড়ানোর কৌশল শেখানো হয়। যারা পেইড প্রোমোশন না করে, অর্গানিকভাবে ব্র্যান্ড বা ব্যবসা অনলাইনে গ্রো করাতে চাই তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ।
6. Email Marketing
বড় বড় কোম্পানি আজও ইমেইল মার্কেটিং দিয়ে কোটি টাকার বিক্রি করে। এই অংশে শেখানো হয়: কিভাবে ইমেইল কালেক্ট করতে হয়। নিউজলেটার ডিজাইন করা। কাস্টমার রিটেনশন টেকনিক ইত্যাদি।
7. Affiliate Marketing
এই স্কিল দিয়ে আপনি নিজের ইউটিউব, ব্লগ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোডাক্টের এফিলিয়েট লিংক শেয়ার করে ইনকাম করতে পারবেন। এই অংশে শেখানো হয় কিভাবে অন্যের প্রোডাক্ট প্রোমোট করে কমিশন আয় করা যায়। সঠিক প্রোডাক্ট ও প্ল্যাটফর্ম নির্বাচন করার সিক্রেট টেকনিক। ট্রাফিক আনার কৌশল ইত্যাদি।
8. Analytics & Tracking
সবশেষে শেখানো হয়, কিভাবে ক্যাম্পেইনের রেজাল্ট বিশ্লেষণ করা যায়। গুগল অ্যানালিটিক্স ও ফেসবুক ইনসাইট ব্যবহার করে প্রয়োজনীয় ডেটা কালেক্ট করা এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা।
ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স এবং রিসোর্স
যদি আপনি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য সম্পূর্ণ ফ্রি রিসোর্স এবং কোর্স পেতে চান, এই পোস্টে ভিজিট করুন: Best Free Digital Marketing Course 2025
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করা যায়?
ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন Fiverr, Upwork ইত্যাদি। আরো অনেক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে। তাছাড়া লোকাল মার্কেটপ্লেস থেকেও ইনকাম করতে পারবেন। তবে ভালো দক্ষতা থাকতে হবে।
ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে?
মিনিমাম ৫ থেকে ৬ মাস নিয়মিত প্র্যাকটিস করতে হবে। শেখার পর রিয়েল লাইফে বেশি প্র্যাকটিস করলে ভালো ফলাফল পাবেন।
বাংলাদেশের সেরা ডিজিটাল মার্কেটিং কোর্স?
আপনি চাইলে বাংলাদেশের যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারেন। ফেসবুকে অনেক ডিজিটাল মার্কেটিং পেইড কোর্স আছে। আগে ভালোভাবে স্টুডেন্ট রিভিউ, ওয়েবসাইট, পাবলিক গ্রুপ চেক করে তারপর কোর্সে এনরোল করবেন। এছাড়া ইউটিউবে ফ্রি টিউটোরিয়াল দেখেও শিখতে পারবেন। অথবা আমাদের এই পোস্টে ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণ ফ্রি কোর্স পেয়ে যাবেন। (ভিজিট করুন)